একাকীত্ব দানা বেঁধেছে
ঘরের দেওয়াল জুড়ে
প্রতি দুপুরে
নিস্তব্ধ একাকীত্বের মাঝে
আমি শব্দের আল্পনায় তোমার ছবি আঁকি
প্রতি মাঝ রাতে
নিস্তব্ধ একাকীত্বের মাঝে
রুপকথার রাজ্যের ভেতর
আমি তোমাকে খুঁজে পাই
ঘরের দেওয়াল জুড়ে
প্রতি দুপুরে
নিস্তব্ধ একাকীত্বের মাঝে
আমি শব্দের আল্পনায় তোমার ছবি আঁকি
প্রতি মাঝ রাতে
নিস্তব্ধ একাকীত্বের মাঝে
রুপকথার রাজ্যের ভেতর
আমি তোমাকে খুঁজে পাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন