মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

একাকীত্ব ~ রিক্তা চক্রবর্তী


একাকীত্ব দানা বেঁধেছে
ঘরের দেওয়াল জুড়ে
প্রতি দুপুরে 
নিস্তব্ধ একাকীত্বের মাঝে
আমি শব্দের আল্পনায় তোমার ছবি আঁকি
প্রতি মাঝ রাতে
নিস্তব্ধ একাকীত্বের মাঝে
রুপকথার রাজ্যের ভেতর
আমি তোমাকে খুঁজে পাই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...