মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

অন্য মৃত্যু ~ নীলাঞ্জন ব্যানারজ্জী

কতটা স্পষ্ট হলে তুমি 
প্রেমিকের মৃত্যু ঘনায় 
জেনে নিয়ো 
কে জানে হয়তো কোন 
অবয়বজাত মুগ্ধতা 
অন্য জীবন তাকে 
দিয়েছিলো কিছুটা হলেও ...

রহস্যময়তাটুকু থাকতো নাহয় 
এখন সে মৃত্যুও বেছে নেবে 
অর্বাচীনের মতো সবচেয়ে যন্ত্রণাময় ...

নাহয় শিখেই নিতে 
প্রেমিকা জীবন পেতে গেলে  
কতটা স্পষ্ট হওয়া যায় । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...