সোমবার, ৬ জুলাই, ২০১৫

অসম্পুর্ণ জীবন - মিন্টু উপাধ্যায়

অসম্পুর্ণ জীবন
- মিন্টু উপাধ্যায়

ছন্দহারা এই জীবনটাকে
নিয়ে আর কত দিন
চলতে পারবো
জানিনা, তবুও...
তবুও আমি তাকিয়ে আছি
তোমার ঐ চলে যাওয়া
পথের দিকে... ।
তুমি ছাড়া এই
জীবনটাকে কেমন করে
সাজিয়ে নেব জানিনা,
তবে তুমি ছাড়া আমি
কোন দিনও সম্পুর্ণ হতে
পারবো না...। 
তোমার বলে যাওয়া 
কিছু কথা ভুলতে পারিনা আজও,
মনের অতল গভীর
থেকে গভীরে
আজও তুমি রয়ে গেছ,
এই অসম্পুর্ণ জীবন
তোমাকে পেয়ে সম্পুর্ণ হতে চায়...।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...