নাহহ আমার কোন প্রেমিক নেই
কোনদিন ছিল কিনা
অভ্যস্ত আর চিরাচরিত এই প্রশ্নটাও
আজ বড়ই অবান্তর ।
অক্ষর হাতড়ে যারা বেঁচে থাকে
তাদের কোন প্রেমিক থাকে না বোধহয়
স্মৃতি ভেজা সময় আঁকড়ে
চিরকালীন নিঃসঙ্গতা ঘিরে
যারা বেঁচে থাকে
তাদের কোন প্রেমিক থাকে না
কোনদিন ছিল কিনা
অভ্যস্ত আর চিরাচরিত এই প্রশ্নটাও
আজ বড়ই অবান্তর ।
অক্ষর হাতড়ে যারা বেঁচে থাকে
তাদের কোন প্রেমিক থাকে না বোধহয়
স্মৃতি ভেজা সময় আঁকড়ে
চিরকালীন নিঃসঙ্গতা ঘিরে
যারা বেঁচে থাকে
তাদের কোন প্রেমিক থাকে না
-স্পর্শ নৈকট্যের বন্ধনে ঘেরা এ ব্যথাতুর জীবনে প্রেমিক রা থাকে না কোনদিন -
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন