সোমবার, ৬ জুলাই, ২০১৫

প্রেমিক ~ পিয়ালী বসু



নাহহ আমার কোন প্রেমিক নেই
কোনদিন ছিল কিনা
অভ্যস্ত আর চিরাচরিত এই প্রশ্নটাও
আজ বড়ই অবান্তর ।
অক্ষর হাতড়ে যারা বেঁচে থাকে 
তাদের কোন প্রেমিক থাকে না বোধহয়
স্মৃতি ভেজা সময় আঁকড়ে
চিরকালীন নিঃসঙ্গতা ঘিরে
যারা বেঁচে থাকে
তাদের কোন প্রেমিক থাকে না 


-স্পর্শ নৈকট্যের বন্ধনে ঘেরা এ ব্যথাতুর জীবনে প্রেমিক রা থাকে না কোনদিন -

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...