টেবিলে জমা পুরনো চিঠি ভিড় জমায়,
শহর জুড়ে নিম্নচাপ বৃষ্টি নামায়।
কিছু চিঠি আদরমাখা, কিছু ঝগড়ুটে;
বৃষ্টি নামে ঝমঝমিয়ে শহুরে যানজটে।
ইতস্তত বইয়ের ফাঁকে চ্যাপ্টা গোলাপ;
তানপুরাতে পাশের বাড়ির, বৃষ্টি আলাপ।
এই শহরের বৃষ্টি তোমার বড্ড চেনা!
বৃষ্টি দিনেই লজ্জা চোখে চুমোয় কেনা।
এ বৃষ্টিও ফুরিয়ে যাবে অন্য মেঘে,
খেলনাবাটি সাঙ্গ হবে আসছে মাঘে।
আবহাওয়ার পূর্বাভাস আনুমানিক-
নাটক শেষে সব চরিত্র কাল্পনিক।
শহর জুড়ে নিম্নচাপ বৃষ্টি নামায়।
কিছু চিঠি আদরমাখা, কিছু ঝগড়ুটে;
বৃষ্টি নামে ঝমঝমিয়ে শহুরে যানজটে।
ইতস্তত বইয়ের ফাঁকে চ্যাপ্টা গোলাপ;
তানপুরাতে পাশের বাড়ির, বৃষ্টি আলাপ।
এই শহরের বৃষ্টি তোমার বড্ড চেনা!
বৃষ্টি দিনেই লজ্জা চোখে চুমোয় কেনা।
এ বৃষ্টিও ফুরিয়ে যাবে অন্য মেঘে,
খেলনাবাটি সাঙ্গ হবে আসছে মাঘে।
আবহাওয়ার পূর্বাভাস আনুমানিক-
নাটক শেষে সব চরিত্র কাল্পনিক।
পুনশ্চঃ চিঠির শেষে লেখা আছে “হে বন্ধু বিদায়”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন