শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

বিস্ময় ~ ফ্লোরা সরকার

ছেলেটা এখনও আকাশ দেখে অবাক হয়
তার বিস্ময় দেখে আমি বিস্মিত হই
যেদিন থেকে মানুষ কোনোকিছু দেখে বিস্মিত হয়না
সেদিন থেকে তার কিছুই থাকেনা
সবকিছু সে হারিয়ে ফেলে
এমনকি
নিজেকেও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...