ছেলেটা এখনও আকাশ দেখে অবাক হয়
তার বিস্ময় দেখে আমি বিস্মিত হই
যেদিন থেকে মানুষ কোনোকিছু দেখে বিস্মিত হয়না
সেদিন থেকে তার কিছুই থাকেনা
সবকিছু সে হারিয়ে ফেলে
এমনকি
নিজেকেও।
তার বিস্ময় দেখে আমি বিস্মিত হই
যেদিন থেকে মানুষ কোনোকিছু দেখে বিস্মিত হয়না
সেদিন থেকে তার কিছুই থাকেনা
সবকিছু সে হারিয়ে ফেলে
এমনকি
নিজেকেও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন