এই শুঁকছি হাওয়া
শুঁকছি মাটিতে
পরলাম ভিড়ের মুখ
কোথায় পালাবি
শুঁকছি মাটিতে
পরলাম ভিড়ের মুখ
কোথায় পালাবি
জলের মুখোশ পরি
মেঘের মুখোশ
কুয়াশায় ভর করে ভাসি
আমাকে এড়াবি কীকরে
মেঘের মুখোশ
কুয়াশায় ভর করে ভাসি
আমাকে এড়াবি কীকরে
লুকোতে পারবি পাউড়ি
কানে মুখ ওড়ানো চাউনি
কী লুকোবি পর্দা টেনে দিয়ে
কানে মুখ ওড়ানো চাউনি
কী লুকোবি পর্দা টেনে দিয়ে
তোর পিছনেই থাকব
ছায়াও আমায় ছেড়েছে
আছি এই ওই দেখ ভোঁ ভাঁ
ছায়াও আমায় ছেড়েছে
আছি এই ওই দেখ ভোঁ ভাঁ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন