শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

অনুসরণকারী ( ২) ~ উদত্ত সেনগুপ্ত


এই শুঁকছি হাওয়া
শুঁকছি মাটিতে
পরলাম ভিড়ের মুখ
কোথায় পালাবি
জলের মুখোশ পরি
মেঘের মুখোশ
কুয়াশায় ভর করে ভাসি
আমাকে এড়াবি কীকরে
লুকোতে পারবি পাউড়ি
কানে মুখ ওড়ানো চাউনি
কী লুকোবি পর্দা টেনে দিয়ে
তোর পিছনেই থাকব
ছায়াও আমায় ছেড়েছে
আছি এই ওই দেখ ভোঁ ভাঁ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...