যতই ভাবি , একলা আছি- এইতো বেশ
কোথায় যেন খটকা লাগে_ একটা রেশ
তোমার কথা সদাই যেন কানে-বাজে
চাইনা যতই সরিয়ে দিতে , তোমার স্মৃতি
সময় সবার কাছেই বড় জরুরী
সময়ই পারে ভুলিয়ে দিতে সবকিছু ,
সরিয়ে দেয় সব যাতনা সব-ক্লেশ
তাইতো ভাবি একলা আছি , এইতো বেশ
"এই একলা ঘরে আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি , কিছুতেই ভাববোনা তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে "
হঠাৎ যদি ফোনটা এখন শব্দ করে
বেজে ওঠে ঝনঝনিয়ে বিরাট জোরে
তোমার গলা ভাসে যদি আমার কানে
এসব আবার ভাবছি কেন , এইতো আছি একলা বেশ
কোথায় যেন খটকা লাগে_ একটা রেশ
তোমার কথা সদাই যেন কানে-বাজে
চাইনা যতই সরিয়ে দিতে , তোমার স্মৃতি
সময় সবার কাছেই বড় জরুরী
সময়ই পারে ভুলিয়ে দিতে সবকিছু ,
সরিয়ে দেয় সব যাতনা সব-ক্লেশ
তাইতো ভাবি একলা আছি , এইতো বেশ
"এই একলা ঘরে আমার দেশ
আমার একলা থাকার অভ্যেস
ভাবি , কিছুতেই ভাববোনা তোমার কথা
বোবা টেলিফোনের পাশে বসে "
হঠাৎ যদি ফোনটা এখন শব্দ করে
বেজে ওঠে ঝনঝনিয়ে বিরাট জোরে
তোমার গলা ভাসে যদি আমার কানে
এসব আবার ভাবছি কেন , এইতো আছি একলা বেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন