বহতা নদীর বুক থেকে কিছু মুহূর্ত
মুঠি ভরে নিলাম তুলে
বাসন্তী রঙা শাড়ির আঁচলে বাঁধা
সদ্য যৌবনার কিছু খুশী রঙ --
বুকের মধ্যে হাজার প্রজাপতির
পাখনা মেলা সেই শুভক্ষণ ---
যেখানে প্রথম দৃষ্টি বিনিময়েই
ঘোর লেগেছিল মনে
গম -রঙা রোদ্দুর গায়ে জড়িয়ে
সুখী আলপথ ধরে চলতে চলতে
যখন দুটি ' ভালবাসার ঢেউ ' এসে
আছড়ে পড়েছিল দুটি ওষ্ঠ জুড়ে ---
কিছু কম্পন কিছু শিহরণ লাগা
সেই মধুক্ষন ------
রেখেছি আজও মুঠো ভরে !
মুঠি ভরে নিলাম তুলে
বাসন্তী রঙা শাড়ির আঁচলে বাঁধা
সদ্য যৌবনার কিছু খুশী রঙ --
বুকের মধ্যে হাজার প্রজাপতির
পাখনা মেলা সেই শুভক্ষণ ---
যেখানে প্রথম দৃষ্টি বিনিময়েই
ঘোর লেগেছিল মনে
গম -রঙা রোদ্দুর গায়ে জড়িয়ে
সুখী আলপথ ধরে চলতে চলতে
যখন দুটি ' ভালবাসার ঢেউ ' এসে
আছড়ে পড়েছিল দুটি ওষ্ঠ জুড়ে ---
কিছু কম্পন কিছু শিহরণ লাগা
সেই মধুক্ষন ------
রেখেছি আজও মুঠো ভরে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন