মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬

টান - শ্রীলেখা মুখার্জী

প্রাত্যহিক ছুঁয়ে থাকা জানলার কোণ
ঠাকুরের আসন, বিছানা কোল-বালিশ
খুঁটিনাটি গেরস্থালী ছেড়ে যাবার সময়

গুমরে ওঠে পিছুটান--
'
সহস্র যোজন ব্যবধান অতিক্রম করে
ইথার তরঙ্গে কাছে ডাকে,
অপ্রতিরোধ্য আবদার---
'
পিছুটান তাচ্ছিল্য করা গতিবেগে
খুশীর বুদবুদ মেঘ ছোঁয় অনন্ত-নীলে--
'
দিন-রাত সময় মুহূর্ত সব তছনছ করে
হাওয়ায় ভাসা উড়ান
প্রসারিত উদগ্রীব ডানা কেঁপে ওঠে
নাড়ীর টানে----

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...