বুধবার, ১ জুন, ২০১৬

পথ ~ মানস চক্রবর্তী

আমি বোল্লুম এদিকে কি আছে ?
মানুষটি বোল্ল , নদী গো ; এই খোরো সময়ে এয়েচো , এখন সে দুবলা । আষাঢ়ে যদি আসতে !
আমি অদেখা নদীটার দিকে তাকাই । কিন্তু চোখ আটকায় পথের বাঁক । সে বলে এই পথে এগিয়ে যাও ;
চমকে উঠি , নদীর কাছে যেতেও পথ লাগে ! আশ্চর্য ! যেখানে স্রোত যেখানে ভেসে যাওয়া যেখানে একা এক মাঝির গলুই ছেঁচে নৌকোটা ভাসিয়ে রাখা সেখানেও পথ বেয়ে যেতে হয় ।
এগোই তবে ; তার মাথা নেড়ে সম্মতি দেখেএগিয়ে যাই । পায়ের তলা দিয়ে সরসর করে পথ কোন দিকে যে যায় !
কিছুটা ধুলো জড়িয়ে ধরে পায়ের পাতা ।
দুটো বাঁক । কত শত বাঁক নিয়ে পথ সেঁধিয়ে যায় অন্য আরেক পথের শরীরে ।
দুটো বাঁক । একেবারে দাঁড় করিয়ে দিল নদীর শুখা গা বরাবর ।
এক পথ এসে মিশে গেল এক জলপথের সঙ্গে । পূব থেকে নদী বয়ে যাচ্ছে পশ্চিমে ।
নদীর ওপারেও পথ । সে পথে কি যাব ? হাঁটু জল ভেঙে ! ওপাড়ে বনভূমি , ওপাশে নিঃসঙ্গ নদীপাড় !
ওখানে কী এক অচেনা সুর নিয়ে পাথরের ফাঁকে ফাঁকে স্রোত বইছে !
পথ , এই সেই পথ যেখানে নামলে সবাই অনিকেত হয়ে যায় ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...