বুধবার, ১ জুন, ২০১৬

দেহপসারিনী ~ রীনা রায়

নিয়ন আলোর নীচে রাস্তার পাশে
গোলাপী শাড়ী জড়িয়ে,
শরীরের ভাঁজে আবেদন ছড়িয়ে
দাঁড়িযে় পেটের দায়ে!
কামনার হাটে বিকোবে শরীর
সময় হিসাবে কিনবে নাগর--
ভোগের পরে ছুঁড়ে তাকে
নাগর ফিরবে আপন ঘর!
তিনটে পেটের ক্ষুধার জ্বালা
কাহিনি সবারই কিছু থাকে,
সন্তান ও পঙ্গু স্বামীর দায় কাঁধে
পরিণতিতে আজ এই পথে--
---------
পাঁচতারা হোটেলে লাস্যময়ী
স্বল্পবসনা উচ্ছলিত যৌবন!
টাকায় বিকোয় অনায়াসে
যদিও নেইকো প্রয়োজন-
দুনিয়ার যত মহার্ঘবস্তু
হাতের মুঠোয় চাই এখুনি,
শরীরের বিনিময়ে যদি মেলে
দ্বিধা নেই দিতে শরীরখানি?!
কেউ বেচে বাঁচার তাগিদে
কেউ বা শুধুই নেশায়!
দুজনেই হয় দেহপসারিনী
কেউ ইচ্ছেয়, কেউ অনিচ্ছায়!!

২টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...