বুধবার, ১ জুন, ২০১৬

স্বাধীন বাংলা ~ সুশান্ত হালদার

স্বাধীন দেশে স্বাধীন আমি
উড়ছে স্বাধীন পতাকা
নয়ন ভরে চেয়ে দেখি
কষ্ট ভুলে হাসছে মা।
:
নীল আকাশের বুকে আমি
স্বপ্ন আঁকি নিরালায়
বঙ্গবন্ধুর অমোঘ বানী
আশার আলো দেয় আমায়।
:
পূব আকাশে দেখি রবি
রাতে দেখি তারা
বীরাঙ্গনার মুখের হাসি
হাসছে স্বাধীন পতাকা।
:
বাউল হইছে রাখাল মন
ছুটে সবাই মাঠে
মনের সুখে ধরে গান
পদ্মা মেঘনার বাঁকে।
:
মাটি আমার বাতাস আমার
সবুজ মাঠে মাঠে
তামা কাঁসার বর্ণ এবার
ধরে ধরে বাচে।
:
কথা ছিল রাখবো মান
স্বাধীনতার ভূমে
ত্রিশ লক্ষ শহীদের প্রাণ
নিভৃতে শুয়ে কাঁদে।
:

স্বাধীন দেশে স্বাধীনতা 
ভাতের বদলে মাড়
বঙ্গবন্ধুর সোনার বাংলা 
উলু খাগড়ার ঝাড়।
:
সোঁদা মাটির গন্ধে আমার
গা ঘিনঘিন করে
দেহের ঘামে যৌবন এবার
যাবে ব্যর্থ হয়ে।
:
সোনার বাংলার সোনার ছেলে
দিবে বলিদান
তোমার মুখের হাসি দেখে
উছলে উঠে প্রাণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...