রবিবার, ১ মে, ২০১৬

মেঘ বৃষ্টি বা জলের জন্য সাতকাহন ~ লুতফুল হোসেন

আমাকে ছোঁবেনা জানি।
এমন অধম অক্ষম
চালচুলো হীন
তাকে ছুঁতে সাত সমুদ্র
লজ্জারাঙা শরম।
ফুল, লতা, বৃক্ষ ও পাতা,
কোমল ঘাসের শরীর,
কিংবা বংকিমভ দেহ জুড়ে
পদ্ম পাতার,
কোমলতা ভালবাসো যদি !
মেঘ তুমি জলের আঙুল হও,
পেলব বাহুর গায়ে -
গড়িয়ে পড়া বিন্দু, হঠাৎ থেমে রও।
ওষ্ঠের নিপূণ ভাঁজে
চুম্বনের গন্ধ খুঁজে স্থির
মুক্তোদানার মতো মন্ত্রমুগ্ধ
শুয়ে বসেই রও।
প্রতিবাদে মিছিল তো দূর
কেউ কিচ্ছুটি বলবে না।
তবু এ ভীষণ বৈশাখে
উষ্ণতার অস্থির উৎপাতে
আমাদের জলস্পর্শ
দাক্ষিণ্য দাও।
তোমার কৃপায়
জীবনের সাথে মলিন মানুষের
দু'এক ছত্র গান বাঁধতে দাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...