ধলেশ্বরীরর বাঁকে এখনোও কি দাঁড়াও মহীতোষ?
সে কি লুকিয়ে আসে এখনো!
নাকি দলিত ছেলের সাথে প্রেম তার পোষাচ্ছে না আর!?
শহুরে ইউনিভার্সিটিতে তোমার হাঁটুর বয়সী ছেলেমেয়েগুলো তোমায় অপমান করলো,
কম নম্বর পেয়ে তোমারই এক ছাত্রী,সোশ্যাল মিডিয়ার ঘটা করে লিখলো তুমি পাড়াগাঁয়ের গণ্ডমূর্খ,ইউনিভার্সিটির পরিবেশ দূষিত করছো।
অধ্যাপক তুমি,কতো লেকচার, কতো লেখা সব নস্যাৎ করে গেলো তোমার দলিত পরিচয়।
তোমার নামে ওরা কুকুর পুষলো ক্যাম্পাসে।
সেদিন তুমি অঝোরে কাঁদলে,
বুঝলে,
দলিতের জ্বালা জলাতঙ্কের ক্ষত-জ্বরের থেকেও কতো কতো বেশি জ্বালাময়ী।
বন্ধুহীন, সম্বন্ধহীন তোমার দলিত অবস্থান।
তোমার মেধা,তোমার সংগ্রাম,তোমার পরিশ্রম, কঠোর অনুশীলন.....সবটা যে কেউ দেখতে পায় না মহীতোষ।
এ পচে যাওয়া সমাজ দেখতে চায় না তোমাদের,
অতোটা বুকের পাটা এখনও যে তৈরী হয়নি আমাদের।
রাজনীতির সাপলুডো খেলায় কতো মহীতোষ ঝরে যায় অকালে।
দলিত মরলে তো শোকমিছিল নিষ্প্রয়োজন।
তুমি তোমার জন্য বাঁচো মহীতোষ,
তোমার ভেতরকার আগুনটাকে হাতিয়ার করে উঠে দাঁড়াও।
মহীরুহ হয়ে ওঠো মহীতোষ,
গভীর থেকে আরো গভীরে প্রোথিত হোক তোমার সংগ্রামের তেজস্বী আগুন-বীজ।
পিষে মেরে ফেলার আগে গলা ছেড়ে আরেকবার গাও -
"Where the mind is without fear and the head is held high,
Into the heaven of freedom my father,
Let my country awake..."
সে কি লুকিয়ে আসে এখনো!
নাকি দলিত ছেলের সাথে প্রেম তার পোষাচ্ছে না আর!?
শহুরে ইউনিভার্সিটিতে তোমার হাঁটুর বয়সী ছেলেমেয়েগুলো তোমায় অপমান করলো,
কম নম্বর পেয়ে তোমারই এক ছাত্রী,সোশ্যাল মিডিয়ার ঘটা করে লিখলো তুমি পাড়াগাঁয়ের গণ্ডমূর্খ,ইউনিভার্সিটির পরিবেশ দূষিত করছো।
অধ্যাপক তুমি,কতো লেকচার, কতো লেখা সব নস্যাৎ করে গেলো তোমার দলিত পরিচয়।
তোমার নামে ওরা কুকুর পুষলো ক্যাম্পাসে।
সেদিন তুমি অঝোরে কাঁদলে,
বুঝলে,
দলিতের জ্বালা জলাতঙ্কের ক্ষত-জ্বরের থেকেও কতো কতো বেশি জ্বালাময়ী।
বন্ধুহীন, সম্বন্ধহীন তোমার দলিত অবস্থান।
তোমার মেধা,তোমার সংগ্রাম,তোমার পরিশ্রম, কঠোর অনুশীলন.....সবটা যে কেউ দেখতে পায় না মহীতোষ।
এ পচে যাওয়া সমাজ দেখতে চায় না তোমাদের,
অতোটা বুকের পাটা এখনও যে তৈরী হয়নি আমাদের।
রাজনীতির সাপলুডো খেলায় কতো মহীতোষ ঝরে যায় অকালে।
দলিত মরলে তো শোকমিছিল নিষ্প্রয়োজন।
তুমি তোমার জন্য বাঁচো মহীতোষ,
তোমার ভেতরকার আগুনটাকে হাতিয়ার করে উঠে দাঁড়াও।
মহীরুহ হয়ে ওঠো মহীতোষ,
গভীর থেকে আরো গভীরে প্রোথিত হোক তোমার সংগ্রামের তেজস্বী আগুন-বীজ।
পিষে মেরে ফেলার আগে গলা ছেড়ে আরেকবার গাও -
"Where the mind is without fear and the head is held high,
Into the heaven of freedom my father,
Let my country awake..."
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন