১. আয়না
~~~~~~
সামনেই সমালোচক
ভিতরে কবিতা
ও মাঝ বরাবর অবয়বের খোঁজ ।।
~~~~~~
সামনেই সমালোচক
ভিতরে কবিতা
ও মাঝ বরাবর অবয়বের খোঁজ ।।
২. অবয়ব
~~~~~
শরীরে মোম ছিলো
উত্তাপে ঘর্মাক্ত
তাই ফোসকায় নগ্নদৃশ্য।।
~~~~~
শরীরে মোম ছিলো
উত্তাপে ঘর্মাক্ত
তাই ফোসকায় নগ্নদৃশ্য।।
৩. নগ্নদৃশ্য
~~~~~~
দুই সরলরেখার মুর্খতা
জ্যামিতিটা রেটিনা ও স্নায়ুর সংলাপ
ব্যর্থতার শেষে সার্বজনীন খোঁজা।।
~~~~~~
দুই সরলরেখার মুর্খতা
জ্যামিতিটা রেটিনা ও স্নায়ুর সংলাপ
ব্যর্থতার শেষে সার্বজনীন খোঁজা।।
৪. সার্বজনীন
~~~~~~~
আনন্দের পাশাপাশি
আইলান কুর্দিরা বহিরাগত হয়
তাই উৎসবের সাথেই সহবাস।।
~~~~~~~
আনন্দের পাশাপাশি
আইলান কুর্দিরা বহিরাগত হয়
তাই উৎসবের সাথেই সহবাস।।
৫. সহবাস
~~~~~~
গ্লাসের শেষ জলবিন্দু টুকু চাই
অবশেষে রুমালে ঠোঁট মোছা
পরে কিছু সেকেন্ড ঈড়া পিঙ্গলার মৌনব্রত।।
~~~~~~
গ্লাসের শেষ জলবিন্দু টুকু চাই
অবশেষে রুমালে ঠোঁট মোছা
পরে কিছু সেকেন্ড ঈড়া পিঙ্গলার মৌনব্রত।।
৬. মৌনব্রত
~~~~~~~
শ্বাস প্রশ্বাসের শব্দে অরুচি
আড়চোখে পারিপার্শ্বিক নড়াচড়া
মিনিট শেষেই পায়ের খসখস শব্দ।।
~~~~~~~
শ্বাস প্রশ্বাসের শব্দে অরুচি
আড়চোখে পারিপার্শ্বিক নড়াচড়া
মিনিট শেষেই পায়ের খসখস শব্দ।।
৭. খসখস
~~~~~~
আমি অতুচ্চ বর্তমান
তুমি সংশয়াতীত মোটেও নও
বাকিটা সব ভবিষ্যতে জাতিস্মর যুক্তি ।।
~~~~~~
আমি অতুচ্চ বর্তমান
তুমি সংশয়াতীত মোটেও নও
বাকিটা সব ভবিষ্যতে জাতিস্মর যুক্তি ।।
৮. জাতিস্মর
~~~~~~~~
সাহারার বুকে হঠাৎ প্রাপ্য হৃতযোজক
পাপগুলো ছেঁকে পূন্যেতে স্থানান্তর
বিশ্বাসী হয় আমার বায়বীয় অস্তিত্ব ।।
~~~~~~~~
সাহারার বুকে হঠাৎ প্রাপ্য হৃতযোজক
পাপগুলো ছেঁকে পূন্যেতে স্থানান্তর
বিশ্বাসী হয় আমার বায়বীয় অস্তিত্ব ।।
৯. অস্তিত্ব
~~~~~~
চরম আপেক্ষিক ও সর্বাধিক অনুপস্থিত
ভাত জুটলেই অস্তিত্ব বহু বচন
ব্রণের দাগ থেকে গেল সব চুরমার।।
~~~~~~
চরম আপেক্ষিক ও সর্বাধিক অনুপস্থিত
ভাত জুটলেই অস্তিত্ব বহু বচন
ব্রণের দাগ থেকে গেল সব চুরমার।।
১০. চুরমার
~~~~~~~
ঠিকানার আগেই চিঠিতে ধূলোদাগ
একটা সন্ধ্যা আসে পাখি উড়ে গিয়ে
শেষে বহু ঠিকানায় শপথভঙ্গের সেই আয়না।।
~~~~~~~
ঠিকানার আগেই চিঠিতে ধূলোদাগ
একটা সন্ধ্যা আসে পাখি উড়ে গিয়ে
শেষে বহু ঠিকানায় শপথভঙ্গের সেই আয়না।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন