শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

দৃশ্যস্নান এবং ঘুমযাত্রা এবং ইত্যাদি ~ শুভম মুখোপাধ্যায়



'রোদ্দুর সাপ্তাহিকী ( বিষয় - অবচেতন ) বিভাগের প্রথম স্থানে নির্বাচিত 
-------------------------------------------------------------------------

সারা দিনমান দৃশ্যস্নান চলে
নির্জ্ঞানে ভীড় চিন্তা রাশি
অক্ষমতার ডেলা
ভাঙতে ভাঙতে স্টেশনে থামে ট্রেন
দৃশ্য বোঝাই চিন্তা নামে
আর কিছু যায় ফিরে
কেবল জুড়ে দৃশ্যস্নানের ভীড়
অথচ খুব গভীর রেখা
ওপার গেলেই ধ্বস
পতনে কি আবেশময় সুর
অবচেতন জানে
ঘোরের ভিতর একলা জাগে রাত্রি
চেতন জুড়ে দৃশ্যস্নান চলে
কে একটা নখ আঁচড়ে দিলো, ইতি-
মধ্যে কবেকার ফেনেছে স্মৃতি
এমনভাবে ঘোর নেমেছে যেন
স্নানবো বলেই শূন্যে দু চোখ পাতি
অথচ কার কান্না থামেনি
এমন সময় টার্মিনাসে আলো
রাস্তা পেরোয়, পেরিয়ে গিয়ে রেখা
নখ ছুঁয়ে যায় স্তরের খুব নীচে
রাত্রি জুড়ে কেবল দৃশ্যস্নান
খাবলা দেয়াল আধলা গলায় পুরি
সেই সাথে তার নাম গিলেছি, একা
পাকপ্রণালী সামলাতে বিষ জ্বালি
কানপ্রনালী উত্তেজনার তাপে
বোধ নিকাশি লাল ধরেছে ডগায়
যে দৃশ্যে ঘুম চোখ ধরেছে, ওঝা
ঝাড়তে স্মৃতি ভেঙেছে স্নান ভোরে
স্বভাবতই দৃশ্য স্নানের পর
হাত বাড়াতেই এফোঁড় ওফোঁড় দেয়াল
ওইপারে তার গন্ধ ছিলো বিষে
এক তালুময় ঘোর মেখেছি তবু
অথচ ফের দৃশ্যস্নান চলে
যেমন চলে রেল, ঠেলা আর শ্রম
আধবিরেতে ভাঙলেই নিদ্রালু
চুলের ওপর দৃশ্যস্নানের ভ্রম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...