' রোদ্দুর সাপ্তাহিকী ' ( বিষয় - অবচেতন ) বিভাগের দ্বিতীয় স্থানে নির্বাচিত
--------------------------------------------------------------------------------
এক হাতে মুছিয়েছি
অন্য হাতে সংগ্রহ চোখের জল
এক আকাশ ভাঙা তারাবৃষ্টির রাতে,
আমাদের
কাছে এনেছিলো,অবচেতন।
অন্য হাতে সংগ্রহ চোখের জল
এক আকাশ ভাঙা তারাবৃষ্টির রাতে,
আমাদের
কাছে এনেছিলো,অবচেতন।
সেদিনকি রাতচোর
সিঁদ কাটে খুবরাতে?
আমাদের ঘুমচোখ,কেড়ে নিয়ে হাতেনাতে
রেখে গ্যালো
একচুমু বিষ,
তোমার তো জানার কথা,তুমি তো জানতে।
সিঁদ কাটে খুবরাতে?
আমাদের ঘুমচোখ,কেড়ে নিয়ে হাতেনাতে
রেখে গ্যালো
একচুমু বিষ,
তোমার তো জানার কথা,তুমি তো জানতে।
কোনো স্বীকারোক্তি নেই,
নেই ডিজিটাল দলিল দস্তাবেজ
শুধু হাড়কাঁপানো সকালগুলো আছে,
আছে একচিলতে অনুতাপ খুজে মরা,
আমাদের বেহায়া অবচেতন আছে
আছে তার ভালোবাসা গিলে খাওয়া
নেই ডিজিটাল দলিল দস্তাবেজ
শুধু হাড়কাঁপানো সকালগুলো আছে,
আছে একচিলতে অনুতাপ খুজে মরা,
আমাদের বেহায়া অবচেতন আছে
আছে তার ভালোবাসা গিলে খাওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন