বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০১৫

মনে পড়ে শক্তি ? ~ শৌনক সরকার

"আমি অবনী,মনে পড়ে ?
সেদিন তুমি একটু ডেকেই চলে 
গিয়েছিলে | ভেবেছিলে পাড়ার সবার মতো আমিও দরজা আটকে ঘুমোচ্ছিলাম |
আসলে জায়গাটা চেরাপুঞ্জি ,বারোমাস বৃষ্টি হয় | সেদিন বেশিই হচ্ছিল তাই জানলার ধারে দাঁড়িয়ে ছিলাম, শুনতে পাইনি কড়া নাড়া |
সকালে যখন উঠি তখন প্রাকৃতিক শোভা দেখে তোমার সেই কবিতার লাইনটা মনে পড়ে গেল । "
"সুখের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে
শীতের বারান্দা জুড়ে রোদ পড়ে আছে |"
ঠিক যেন সেই আতচোরা পাখি যার গায়ে তুমি আঁকতে চেয়েছিলে রোদের হলুদ
রঙ |
শক্তি তুমি ছিলে আমার কাছে দেবতার মত, যাকে বসিয়েছিলাম সেই বড় গাছের ওপরে |
আজ আমি বড় অসুস্থ, আমার দুটো চোখ আজ অন্ধ ,তাই আজ মন বলে তোমার মত করে
"মনে মনে বহুদূর চলে গেছি ,যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়
জন্মেই হাঁটতে হয়
হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে "............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...