শুরু হতে শেষ, জীবন নিরন্তর শিখিয়ে চলে। কিন্তু সেই শিক্ষার মূলবত্তা, আত্মম্ভর সে – সঞ্চিত রাখে শেষ কিছু মুহুর্তের জন্যই। আবার ক্ষেত্রবিশেষে অনন্য কিছু শিক্ষা রয়ে যায়, অবসানের পরে সংগ্রহের জন্য।
ব্যক্তির অবদান…সে যে প্রকারের, যে গুণমানের হোক না কেন, সবকিছুকে একই প্ল্যাটফর্ম থেকে বিচার করা আমরা…..’হয়ত’ বিচারকের আসনের যোগ্য হয়ে উঠিনি, আজও। কখনও কখনও – বিশেষ কিছু সময়, কিছু জীবন, কিছু ঘটনা, কিছু অনুভূতি, কিছু সিদ্ধান্ত…..সবকিছুর বিচার হয়না; জীবন সেখানে দর্শকভূমিকা নিতে শেখায়। এই উপলব্ধি হলে, বিচারের প্রাণপণ প্রচেষ্টা বাদ দিয়ে, আসুন আমরা জীবনের থেকে শেখায় মনোযোগ দিই।
বললাম না, অবসানের পরেও জীবন কিছু মণিমুক্তো ছড়িয়ে চলে। কুড়িয়ে নিতে হয়, আগ্রহী হলে….
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন