শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

ঝোপ ~ মানস চক্রবর্তী

ঝোপ বিষয়ে অনেকের মত গ্রামজ হওয়ায় বেশ জ্ঞান আছে বলে স্ববিশ্বাস ছিল । এখনও যে নেই তা নয় । কিন্তু ...এই কিন্তু নিয়েই কথা । ছোটবেলায় দলবেঁধে ঝোপ পরিষ্কার করে খেলার মাঠ গড়েছি । না , মাঠতো ছিলই , কেবল আগাছামুক্ত করেছিলাম বলাই ভালো । তো মতিলালদের সেই মাঠ নিয়ে কত কী হয়েছিল , ঠেলাঠেলি , ধাক্কাধাক্কি এমন কী থানাপুলিশ পর্যন্ত । সে মাঠে বিকেল হলেই নেমে পড়তুম । সেসব বলার জন্যে এবিত্তান্ত নয় । আড়শেওরার ঝোপে দা এর কোপ বসাতে দা ঠং করে উঠেছিল , ঝোপ বুঝে কোপ মারার জ্ঞান অধরা ছিল । এখনও । তারপর তো চলে এসেছি জয়নগর থেকে বারুইপুরে । ক'দিন আগে শুনলাম সেই মাঠ ...সেই কৈশোরের আমার ইডেন উদ্যান ... কাঠায় কাঠায় সীমায়িত হয়ে বেশ কয়েক লক্ষ টাকায় ... ঝোপ বুঝে কোপ মারলো সভাপতি আর পৌরপ্রতিনিধি ।
কলেজে পড়ার সময় বন্ধুদের সঙ্গে বাবুঘাটের পাশে বৌদ্ধ মন্দির দেখতে গিয়ে ঝোপে ঢাকা ঝিল দেখেছিলাম । সেই ঝিলের পাড়ে বসে বাদাম খেতে খেতে আর আধা অশ্লীল রসিকতা করতে করতে দেখি ওখানে ঝোপের মধ্যে পুরো অশ্লীল ঘটনা ঘঠছে । আমার হাঁদামো দেখে আমার প্রেসিডেন্সির বান্ধবী বল্ল , এই হাঁদা , একে কি বলে জানিস? আমি বলি কি?
ও বলেছিল ...ঝোপ বুঝে কোপ মারা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...