শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

শেষ বলে কিছু হয় না ~ পিয়ালী মজুমদার

শেষতম ঢেউ ফিরে গেলে
ঘুমন্ত আবেশে
আরও একবার বুনতে পারি
প্রিয়তম সমুদ্র-মেখলা
#
ছায়াপথে মিশে যাক
পরিযায়ী প্রেম
আমি শিশুর মতো বায়না করতে পারি
এক অ-দিনের উৎসব
#
ভরপেট উল্লাস আর চুমুকে চুমুকে
পান করো বরাভয়; হে সময়
শেষ বাঁকে দাঁড়িয়ে আমি
তোমাকেও খুলে দিতে পারি আকাশ-সীমানা…
#
শেষ বলে কিছু নেই
নক্ষত্র জাতক
শেষ খামে লিখে যেতে পারি
আলোকবর্ষ দূরের ঠিকানা
#
আসলে
শেষ বলে কিছু হয় না । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...