শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

অনুভব ~ সুকান্ত চক্রবর্তী

আমি কখনোই চাইনি হৃদপিণ্ড টা খাঁচা থেকে বেরিয়ে এসে চূড়ান্ত বিপ্লবের ডাক দেক।
আমি যা চেয়েছিলাম তা তো শুধুই দু- দণ্ডের ভালবাসা ছিল । 
অনেক বর্ষা ভিজে বুঝতে পারলাম বিপ্লব আর ভালবাসা সমার্থক ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...