শেষ দিকে সময় ছিল হাতের মুঠোর উপরে
পীতবর্ণ ছড়িয়ে গেছিলো শিরায় উপশিরায়
স্যালাইভার স্বাদে জিহ্বার জড়তা ভেঙ্গেছিল
হয়তো।
নিয়নের আলেয়ারা শ্বেতবস্ত্র চুম্বন করেছিল, বহুযুগান্তে।
ডুবোজাহাজ এখন দীগন্তে, মারমেইড-এর খোঁজে।
তারকা খচিত আকাশ সেজে রয়েছে লক্ষাধিক কৌলীন্যে।
ঋষিদেব চলে গেছেন প্রান্তসীমায়,
যিনি তাকে দিয়েছিলেন অস্তরাগের মূখরপরাগ ।।
# এবারে শীতযাত্রা শুরু। দাগের ওপারে
পীতবর্ণ ছড়িয়ে গেছিলো শিরায় উপশিরায়
স্যালাইভার স্বাদে জিহ্বার জড়তা ভেঙ্গেছিল
হয়তো।
নিয়নের আলেয়ারা শ্বেতবস্ত্র চুম্বন করেছিল, বহুযুগান্তে।
ডুবোজাহাজ এখন দীগন্তে, মারমেইড-এর খোঁজে।
তারকা খচিত আকাশ সেজে রয়েছে লক্ষাধিক কৌলীন্যে।
ঋষিদেব চলে গেছেন প্রান্তসীমায়,
যিনি তাকে দিয়েছিলেন অস্তরাগের মূখরপরাগ ।।
# এবারে শীতযাত্রা শুরু। দাগের ওপারে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন