বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

আজ হোক প্রেমের নিলামী ~ বৈশাখী রায়চৌধুরী

তিলে তিলে তিলোত্তমা হচেছ ভ্যালান্টাইন এর সন্ধ্যাটা। 
পোশাকি প্রেমের কবুতররা প্রেম নিবেদনে নিমগ্ন। 
ভিক্ষাপাত্র হস্তে দণ্ডায়মান দেশের নবীন ভবিষ্যত। 
সুন্দরীরা বেছে বেছে নিচ্ছে প্রেম।
এটার ফিটিংস ঠিক হবে তো?
দাদা এটা বেশিদিন লাস্টিং করবে তো?
এই দ্যাখ না কালারটা আমাকে মানাবে তো?
নিলামে চলছে প্রতিশ্রুতি পর্ব।
হাভেলিতে ডিনার, মলে শপিং, জন্মদিনে ডায়মন্ড।
জন্মদিনে ডায়মন্ড ১
জন্মদিনে ডায়মন্ড ২
ভীড়ে সবচেয়ে শেষ প্রান্ত থেকে উঠল একটা নীল পাঞ্জাবী পরা হাত।
হ্যাঁ বলো কি প্রতিশ্রুতি তোমার?
.............................................
প্রতিশ্রুতি তেমন কিছুই নেই
শুধু একবার হাতে হাত রাখো।
কথা দিলাম,
ভরা বসন্তেও বানভাসী করবো তোমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...