চোখে মুখে শুধু ছেয়ে আছে আমার গতশতাব্দীর ক্লান্তি
আর ধুঁকতে ধুঁকতে পার হচ্ছে ম্লান হয়ে যাওয়া একটা ভোরবেলা।
খিদের রাক্ষস গিলছে গোলপার্কের এক একটা ফুচকা,
অথচ সিঁড়ি বেয়ে নামতে গিয়েই দুঃখ পাখির হঠাৎ আত্মসমর্পণ।
আর ধুঁকতে ধুঁকতে পার হচ্ছে ম্লান হয়ে যাওয়া একটা ভোরবেলা।
খিদের রাক্ষস গিলছে গোলপার্কের এক একটা ফুচকা,
অথচ সিঁড়ি বেয়ে নামতে গিয়েই দুঃখ পাখির হঠাৎ আত্মসমর্পণ।
গ্রীষ্মের রাত তো আমি একাই কাটিয়েছি,
ইচ্ছে মতন খুঁজেও বেড়িয়েছি,
আজ বোধহয় দুঃখে তোমার থাবা বসানোর দিন।
ইচ্ছে মতন খুঁজেও বেড়িয়েছি,
আজ বোধহয় দুঃখে তোমার থাবা বসানোর দিন।
মেপে দ্যাখো সর্বাঙ্গ আমার কতটা হালকা,
আজও তলিয়ে যাচ্ছি প্রকাশ্যে
কর্তব্য নামের সাগরে।
আজও তলিয়ে যাচ্ছি প্রকাশ্যে
কর্তব্য নামের সাগরে।
কাঁপা কাঁপা আঙুলেও তুমি চুলে বিলি কেটে দাও
আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে মহালয়ার দিনে নদীর ধারে তর্পণ করি।
আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে মহালয়ার দিনে নদীর ধারে তর্পণ করি।
khub sundor
উত্তরমুছুন