বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

তোমার আগমনীর জন্য ~ অনিরুদ্ধ দাস

তোমার জন্য, মেঘের আঁচল
 রেখেছি বিছায়ে ---
 চিত্রা নক্ষত্রের বুকে;
 হিল্লোল কাশের বন, শরতের রেণু মাখা সকালে
 আয়নার তোমার প্রতিবিম্বের জলছাপ বুকে নিয়ে
জেগে আছে সরস্বতী নদীর তীরে চোরা বালুচরের পাশে;
 শিশির স্মাত শিউলি ফুলের বাজুবন্ধ হাতে নিয়ে গাঁথি
 মন সায়রের ইন্দিবরের মালা;
 পেঁজা তুলোর মতো ছেঁড়া হৃদয়
-নীল আকাশে ভাসে -
তোমার মেঘদ্রুতম্ আসে--
 শিশির ভেজা দূবা` অপেক্ষায় দাঁড়িয়ে
তোমার শুভদৃষ্টিতে 
সিনানের জন্য

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...