- আমাকে চিনতে পারছো বিপ্লবমামা?
- ঠিক মনে পড়ছে না। তবে মনে হচ্ছে তোমাকে কোথাও দেখেছি!
- আমি কিন্তু আজই প্রথম দেখলাম তোমাকে। এই নাও ধরো। বাবা দিতে বলেছেন। ছেলেটি একটা লিফাফা হাতে ধরিয়ে দিয়ে দ্রুত মিলিয়ে গেল পথচারীদের ভিড়ে।
বিপ্লব দরজা বন্ধ করে সোফায় এসে বসে লিফাফাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি চেনাজানা মেয়ের ছবি। সাথে একটা চিঠিও। তিনি একদম হা হয়ে গেলেন ছবিটা দেখে। মনোরমা! এতদিনে মনে পড়লো আমাকে!
চিঠিটা খুলে পড়তে লাগলেন, ‘মনোরমা মারা গেছে। তার শেষ ইচ্ছে অনুযায়ী ছবিটা পাঠিয়ে দিলাম আপনাকে। আচ্ছা ভাই, ছবিটা নিশ্চয়ই আপনি তুলেছিলেন? আপনারা একে অপরকে খুব ভালোবাসতেন, তাই না?......’
- ঠিক মনে পড়ছে না। তবে মনে হচ্ছে তোমাকে কোথাও দেখেছি!
- আমি কিন্তু আজই প্রথম দেখলাম তোমাকে। এই নাও ধরো। বাবা দিতে বলেছেন। ছেলেটি একটা লিফাফা হাতে ধরিয়ে দিয়ে দ্রুত মিলিয়ে গেল পথচারীদের ভিড়ে।
বিপ্লব দরজা বন্ধ করে সোফায় এসে বসে লিফাফাটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটি চেনাজানা মেয়ের ছবি। সাথে একটা চিঠিও। তিনি একদম হা হয়ে গেলেন ছবিটা দেখে। মনোরমা! এতদিনে মনে পড়লো আমাকে!
চিঠিটা খুলে পড়তে লাগলেন, ‘মনোরমা মারা গেছে। তার শেষ ইচ্ছে অনুযায়ী ছবিটা পাঠিয়ে দিলাম আপনাকে। আচ্ছা ভাই, ছবিটা নিশ্চয়ই আপনি তুলেছিলেন? আপনারা একে অপরকে খুব ভালোবাসতেন, তাই না?......’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন