বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

অনুভব ~ অর্ণবকমল বসুভট্টাচার্য

মন খারাপের নির্দিষ্ট সময় হয় না...
উত্তাল আবেগ ছেনে নেয় দেশ-কাল-বনাঞ্চল
টেনে টেনে নেবে আগুন;
তবু নির্দিষ্টতা নেই মন খারাপের।
ফুল ফুটবে--- মরবে,
যে কে সেই ধূপ পোড়াবে দুপুরের নিরালা,
শরীর কামড়ে লেগে থাকা রোমকূপ
নিংড়ে নিচ্ছে ঘাম আর কামনা---
তবু আজ অব্দি এখনো অব্দি
মন খারাপের সময়টা নির্দিষ্ট হয়নি...
তার আয়ুষ্কাল তো জানেনি তৃতীয় পৃথিবী!
আমার মন
আজও কাল, বেলা মাপতে জানে না ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...