বুধবার, ১২ আগস্ট, ২০১৫

এবং স্পর্শ ~ রঘুনাথ মণ্ডল

যেদিন ফণিমনসার কাটা প্রথম ফুটেছে
স্তর ছিন্ন হওযার যন্ত্রনা অনুভব করেছি
পাপড়ি খুলে ফেলার অভিশাপে 
বীজ পাতা একসাথেই জন্ম নিলো নদীর বুকে
অভিমানের হলুদ পাতারা
নীলতিমির পাখার ঘায়ে ডুবে আর ভাসে
মাটির নয়
স্পর্শ ক্যালশিয়ামের হাঁড় তুলেছি পাঁক থেকে l

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...