বুধবার, ১২ আগস্ট, ২০১৫

নাড়ীর টান ~ কাবেরী গড়াই

কত ভোরের আকাশ দেখলাম
কত ঘাসের শিশির দেখলাম
তবু মাগো দেখিনি তো তোমার
বেদনামাখা মুখ
কত নদী পাহাড় দেখলাম
কত আমি সাগর দেখলাম
তবু মাগো দেখিনি তো তোমার
হৃদয় ভাঙা বুক
কত দেশ দেখলাম কত বিদেশ ঘুরলাম
র্স্পশিত করলাম কত পুণ্যস্থান
তবু মাগো একবারো ছুঁলাম না
চরণ তোমার
যেখানে পেয়েছি আমি প্রাণ
মাগো! তোমরা সৃস্টিতে বিখ্যাত আমি
সারাবিশ্বে মান
তবুও মাগো তোমায় দেখিনি
যেখানে নাড়ীর টান-------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...