পাউরুটি মরে শক্ত নিরুত্তাপ হলে
নতুন কাগজে মুড়ে চালান দেওয়া হয়
সরকারী হাসপাতালে
অমসৃণ মুখগুলো চকচক করে
চাএর পেয়ালায় সকালে-বিকালে
আর কয়েকটা পাখি অন্ধকারে
এ পকেট ও পকেট ওড়ে
নতুন কাগজে মুড়ে চালান দেওয়া হয়
সরকারী হাসপাতালে
অমসৃণ মুখগুলো চকচক করে
চাএর পেয়ালায় সকালে-বিকালে
আর কয়েকটা পাখি অন্ধকারে
এ পকেট ও পকেট ওড়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন