শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

খেয়াল ~রঘুনাথ মণ্ডল


শরীরের গন্ধ পাবো না জানি ভীনদেশী মেয়ের
কিন্তু একটি কবিতা পারবে শরীরের প্রতি অন্গের ছোঁয়া নিতে
দুরে থেকে ছোঁব
কলম দিয়ে
সুখে ভাসবো
সাথে প্রসব যন্ত্রনা ভাগ করে নেব !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...