আমার ঠিকানাখানি হারিয়ে গেলে কেমন হয় বলতো।
না হয় হাটঁবো
আমি অনন্তকাল ধরে......
কোনো এক সময় নাহয় পৌছেঁ যাব নীল নদের ধারে...
প্যাপিরাসে তোমায় চিঠি লিখে জানাবো..
আমি ভালো আছি।।
হয়তো বা কাল আমি দাঁড়িয়ে
কোনো নীল সাগরের বালুকাবেলায়।
ঢেউগুলি আলতো করে আমার পদচুম্বন করে যাবে।
একটা কাগজ নৌকো পাঠাবো
তোমার উদ্দেশ্যে ...
লিখবো আমি ভালো আছি।।
কোনো এক ভোর রাতে পৌছোঁবো
নীল পাহাড়ের দেশে।
নীল আকাশের একটুকরো মেঘ
আমায় আবেশে ছুয়েঁ যাবে।
আর
হঠাৎ করে আসা এক পশলা বৃষ্টি আমায় নাহয় সিক্ত করে দিয়ে যাবে আমার রিক্ত হয়ে যাওয়া মনপ্রাণটিকে।।
এক খাম বৃষ্টি
আর আমার ভালো থাকার সংবাদ
পাঠিয়ে দেব ..
মেঘ পিওনের হাতে।
তুমি ভালো থেক অজস্র তারার মাঝে
আর আমিও ভাল থাকবো আমার
ছায়া প্রেমিকের সাথে।।
না হয় হাটঁবো
আমি অনন্তকাল ধরে......
কোনো এক সময় নাহয় পৌছেঁ যাব নীল নদের ধারে...
প্যাপিরাসে তোমায় চিঠি লিখে জানাবো..
আমি ভালো আছি।।
হয়তো বা কাল আমি দাঁড়িয়ে
কোনো নীল সাগরের বালুকাবেলায়।
ঢেউগুলি আলতো করে আমার পদচুম্বন করে যাবে।
একটা কাগজ নৌকো পাঠাবো
তোমার উদ্দেশ্যে ...
লিখবো আমি ভালো আছি।।
কোনো এক ভোর রাতে পৌছোঁবো
নীল পাহাড়ের দেশে।
নীল আকাশের একটুকরো মেঘ
আমায় আবেশে ছুয়েঁ যাবে।
আর
হঠাৎ করে আসা এক পশলা বৃষ্টি আমায় নাহয় সিক্ত করে দিয়ে যাবে আমার রিক্ত হয়ে যাওয়া মনপ্রাণটিকে।।
এক খাম বৃষ্টি
আর আমার ভালো থাকার সংবাদ
পাঠিয়ে দেব ..
মেঘ পিওনের হাতে।
তুমি ভালো থেক অজস্র তারার মাঝে
আর আমিও ভাল থাকবো আমার
ছায়া প্রেমিকের সাথে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন