সম্ভাবনার গায়ে হেলান দেয়া
ছায়াটার অস্পষ্ট অবয়ব
হেঁয়ালীর এক্কা-দোক্কায়
কসরৎ কৌরবে গত করলো
একান্ন প্রহর যখন
ঠিক তখুনি অকস্মাৎ
আঁধার রহস্য উপচে
খেয়ালী আলোক উন্মোচনে
জানা গেলো শংকা !
সরোদ সখ্যতায় ভ্রাতৃপ্রতিম
সংশয়ের গলা আগলে
গলাগলিতে ছিলো অপেক্ষমান
উদ্গ্রীব এক দুরন্ত গলুই ।
ভেবে তুমি দেখতেই পারো আজ
বাইবে কী বাইবে না সেই তরী
ছিপছিপে অপ্সরী !
ছায়াটার অস্পষ্ট অবয়ব
হেঁয়ালীর এক্কা-দোক্কায়
কসরৎ কৌরবে গত করলো
একান্ন প্রহর যখন
ঠিক তখুনি অকস্মাৎ
আঁধার রহস্য উপচে
খেয়ালী আলোক উন্মোচনে
জানা গেলো শংকা !
সরোদ সখ্যতায় ভ্রাতৃপ্রতিম
সংশয়ের গলা আগলে
গলাগলিতে ছিলো অপেক্ষমান
উদ্গ্রীব এক দুরন্ত গলুই ।
ভেবে তুমি দেখতেই পারো আজ
বাইবে কী বাইবে না সেই তরী
ছিপছিপে অপ্সরী !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন