মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

সাউন্ড হোল্, প্রযত্নে, স্প্যানিশ গীটার ----- দূর্বা মুখার্জ্জী

হাত বাড়িয়েছিলাম জানো?
যতবার সেই স্বপ্ন দেখেছি-
হাত বাড়াতে ভুল হয়নি -
শ্রীকান্তকে ছুঁতে পারিনি কোনদিন।
স্পষ্ট দেখতাম ওর জুলফি বেয়ে ঝরছে ঘাম।
ওর স্প্যানিশ গীটারের প্রতিটা তার।
ওর ক্ষয়ে যাওয়া নখ -
আর উষ্কোখুষ্কো চুল।
দেখতে দেখতে গীটারের সাউন্ড হোল্
গিলে নিত সব - সেই শাব্দিক গর্তে
হারিয়ে যেত সুর, গান আর গোটা শ্রীকান্ত।
আমার হাতে ভরা থাকত ছাই -
প্রতি রাতে তাতে অশ্রু ঘাম রক্ত মিশিয়ে
একটি দুটি বর্ণমালার জন্ম দিতাম।
একদিন পুরো ঠিকানা লেখা হল ঘাম পোড়া ছাইয়ে।
দরজা খুলে দেখি শ্রীকান্ত মন দিয়ে বাজাচ্ছে।
সময় থমকে আছে ওর ঘরে।
দেওয়াল জুড়ে কিছু চেনা অচেনা ছায়া নাচছে।
হাসছে, কাঁদছে, ভালোবাসছে।
ডাকলাম, - 'শ্রী---'
সাড়া নেই। শুধু স্প্যানিশের ঝংকার।
মারা যায়নি শ্রী। কিন্তু আর জন্মাবে না সে কোনদিন।
বাস্তুরীতি থেমে গেছে তাই আমারও ফেরা হল না কখনও।
আজ থেকে ঠিকানা আমার-
সাউন্ড হোল্, প্রযত্নে, স্প্যানিশ গীটার 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...