নীল নীল যত ইচ্ছেরা ছিলো পাশে
হাতে হাত ছিলো স্বর্ণালী সন্ধায়
সবুজের সাথে ঘর বেঁধেছিলো প্রেম
ছোট ছোট ফুল হৃদয়ের আঙ্গিনায়
প্রতিশ্রুতিরা ঘোর লাগা কোন রাতে
দায়ভার হয়ে গর্ভে ছোঁয়ালো আশা
সঙ্গী দুজনে কুড়িয়েছি চাওয়া-পাওয়া
হাসি মুখে কত বিলিয়েছি ভালোবাসা
আজ রূপালী বসন্ত এসেছে পথের বাঁকে
তুমি আর আমি মুখোমুখি এইবার
এতোকাল শুধু হেঁটে গেছি পাশাপাশি
সময় হয়েছে চোখে চোখ রাখবার
"এতোটা পথ পেরিয়ে এসেছি তবু
দুজনে যেনো হয়ে গেছি আরও অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের
শেষ সীমানায়" খুব চেনা সেই ঠিকানা
হাতে হাত ছিলো স্বর্ণালী সন্ধায়
সবুজের সাথে ঘর বেঁধেছিলো প্রেম
ছোট ছোট ফুল হৃদয়ের আঙ্গিনায়
প্রতিশ্রুতিরা ঘোর লাগা কোন রাতে
দায়ভার হয়ে গর্ভে ছোঁয়ালো আশা
সঙ্গী দুজনে কুড়িয়েছি চাওয়া-পাওয়া
হাসি মুখে কত বিলিয়েছি ভালোবাসা
আজ রূপালী বসন্ত এসেছে পথের বাঁকে
তুমি আর আমি মুখোমুখি এইবার
এতোকাল শুধু হেঁটে গেছি পাশাপাশি
সময় হয়েছে চোখে চোখ রাখবার
"এতোটা পথ পেরিয়ে এসেছি তবু
দুজনে যেনো হয়ে গেছি আরও অচেনা
স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের
শেষ সীমানায়" খুব চেনা সেই ঠিকানা
দারুণ
উত্তরমুছুন