আমি রাতের আঁধারে যখন নিমগ্ন হয়ে যাই,
আর আমি আমার আত্মাকে নিয়ে একা একা
অন্ধকারের পাটাতনে বসে লোফালুফি খেলি,
তখন কোন কোনদিন একফালি চাঁদ মলিন হয়ে
আকাশের এক কিনারা থেকে চুপিচুপি চেয়ে থাকে
আর শেষ রাতের কুয়াশার আস্তর ছিঁড়েখুঁড়ে
কিছু কিছু মিটমিট তারা ক্ষীণ সবুজ আলো
ছুড়ে দেয় বহুকালের প্রাচীন এই পৃথিবীর পিঠে।
আর আমি আমার আত্মাকে নিয়ে একা একা
অন্ধকারের পাটাতনে বসে লোফালুফি খেলি,
তখন কোন কোনদিন একফালি চাঁদ মলিন হয়ে
আকাশের এক কিনারা থেকে চুপিচুপি চেয়ে থাকে
আর শেষ রাতের কুয়াশার আস্তর ছিঁড়েখুঁড়ে
কিছু কিছু মিটমিট তারা ক্ষীণ সবুজ আলো
ছুড়ে দেয় বহুকালের প্রাচীন এই পৃথিবীর পিঠে।
:
মহাকালের অতি ক্ষুদ্র এক খণ্ডাংশে এই অবস্থানে
আমি মানুষের সংসারে খুব বেশি সম্পদ সুখ চাইনি,
চেয়েছি শুধু কেউ বেশি কেউ কম নয়
আমি মানুষের সংসারে খুব বেশি সম্পদ সুখ চাইনি,
চেয়েছি শুধু কেউ বেশি কেউ কম নয়
সমান সমান সবার মাঝে ভাগাভাগি হোক মৌল সম্পদ আর অধিকারের।
এই চাওয়া সবচেয়ে বড় চাওয়া জানি আর তাই
জীবনের শেষ দিগন্তে হিসেব - নিকেশ মেলাতে গিয়ে দেখি,
আমাকে ঘিরে থাকা রাত্রির আঁধারের দীর্ঘশ্বাস
আমাকে জড়িয়ে থাকা মৃত্তিকার অশ্রুসিক্ত বন্ধন
অরণ্যের অন্তর জোড়া হু হু হতাশ্বাস আর
নদীর কলোচ্ছ্বাসে সুগভীর ক্রন্দনের রোল।
এই চাওয়া সবচেয়ে বড় চাওয়া জানি আর তাই
জীবনের শেষ দিগন্তে হিসেব - নিকেশ মেলাতে গিয়ে দেখি,
আমাকে ঘিরে থাকা রাত্রির আঁধারের দীর্ঘশ্বাস
আমাকে জড়িয়ে থাকা মৃত্তিকার অশ্রুসিক্ত বন্ধন
অরণ্যের অন্তর জোড়া হু হু হতাশ্বাস আর
নদীর কলোচ্ছ্বাসে সুগভীর ক্রন্দনের রোল।
:
এতোসব কিছু আমাকে ঘিরে থাকা আকাশ বাতাস
আর কল কোলাহল রত জীবনের হা হুতাশ —
সবকিছু আমাকে ক্রমাগত দিনের পর দিন
যণ্ত্রণার ভিন্নতর কুৎসিত মানচিত্রে নির্বাসিত করে
আমার কবিতায় তাই আগুনের তাণ্ডব চিরদিন
আমার কবিতার আর্তনাদ আকাশ করে ফালাফালা আর —
কবিতা শেষ রাত্রির আলোর প্রত্যাশার বিলাপ
আর কল কোলাহল রত জীবনের হা হুতাশ —
সবকিছু আমাকে ক্রমাগত দিনের পর দিন
যণ্ত্রণার ভিন্নতর কুৎসিত মানচিত্রে নির্বাসিত করে
আমার কবিতায় তাই আগুনের তাণ্ডব চিরদিন
আমার কবিতার আর্তনাদ আকাশ করে ফালাফালা আর —
কবিতা শেষ রাত্রির আলোর প্রত্যাশার বিলাপ
:
এবার আলোর প্রার্থনা আর স্বপ্নিল নতুন সকালের
সুবিমল কামনায় আমি স্নিগ্ধতায় শেষ ডুব দিতে চাই।
সুবিমল কামনায় আমি স্নিগ্ধতায় শেষ ডুব দিতে চাই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন