শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

তোমায় লেখা শেষ চিঠি ~ রিক্তা চক্রবর্তী

রাহুল ,
এ চিঠি যখন পৌঁছবে তোমার কাছে
তখন আমি ধূসর রূপকথা মোড়া 
উদ্ভ্রান্ত পৃথিবীর শেষ বেডে শুয়ে
ভীষণ প্রিয় শীতে এখন রক্তের গন্ধ
ক্যানভাস জুড়ে এখন পথ শিশুদের কান্না

আচ্ছা রাহুল ,
অতীত কি কখনও বর্তমান হয়না ?
তোমাকে ছেড়ে থাকি এখন
প্রতিটি দিন আর রাত
না বলা কথাগুলো কবেই যে
নামহীন ছোটগল্প হয়ে গেছে !
এখন লাটাই গোটানোর পালা


তুমি চেয়েছিলে আয়ু বাড়ুক
আর আমি
জন্মসূত্রে মৃত্যুসূত্রে আবার না ফেরার
প্রতিশ্রুতি নিজের কাছে নিজেই বহন করি
রাহুল ,
আমি তোমাকে নয় , ভালবেসেছি জীবন কে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...