সারাদিন ধরে আলো কুড়িয়েছি....
ভরে নিয়েছি কাল্পনিক ঝোলায়
পাগলি তুমি ঈর্ষা করোনা।
যতক্ষন আমার পাশে আছো নীরবে---
রোদ্দুর আমার দখলে...
ভরে নিয়েছি কাল্পনিক ঝোলায়
পাগলি তুমি ঈর্ষা করোনা।
যতক্ষন আমার পাশে আছো নীরবে---
রোদ্দুর আমার দখলে...
এই যে আমার যত খুশি রাশি রাশি !
সবটাই তোমার আলোতে আলোকিত...
---- হয়তো তুমি জানোনা,
আমার সূর্যকে আমি ধরে আছি...
সবটাই তোমার আলোতে আলোকিত...
---- হয়তো তুমি জানোনা,
আমার সূর্যকে আমি ধরে আছি...
চারদিকে শুধু রোদ্দুর ! রোদ্দুর !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন