শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

একটু প্রশ্রয়ে ~ জাকিয়া জেসমিন যূথী

বলো,
ছুঁয়েছি কি তোমার কপোল,
চেপেছি কি অধোরে সজোরে কামার্ত অধোর,
বোতাম খুলে বুকের জমিনে কি
চষেছি প্রেমের খেলা,
ছড়িয়েছি কি নাভিমূলে উষ্ণ শ্বাসের একটু পরশ?
ঝাউবন মেঘ ঘন চুলের বন
খামচে ধরে
তপ্ত উপোষে
বলিনি তো একবারও-‘কাছে এসো’!
শৈত্য প্রবাহে জমে যেতে যেতে-ও
একবারও বলিনি তো
‘থামাও এ কাঁপন কামের আগুনে’!
একটু প্রশ্রয় পেলে ভেঙ্গে যায় চিম্বুক পাহাড়!
একটু প্রশ্রয় পেলে না বলে ভাবলে পাথর?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...