শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

ধান শিষ ~ রঘুনাথ মণ্ডল

কার্ত্তিক এলেই আসে বুকে দুধ...
আমি একটু একটু করে নুয়ে পড়ি...
লজ্জায়

জমিদারের ছেলে আঁচড় কাটে
আমার অঘ্রায়নের ঘ্রাণ না পায় রাখল
কৃষক

কথা না রাখার ব্যথায় কাঁদতে কাঁদতে সাদা হলো চোখ

৩টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...