কোম্পানির প্রতিনিধি আসে চেম্বারে,
ওষুধের নাম শুধু লিখে দেবে ডাক্তারে।
কমিশন্ আছে, আর উপহার!
মাঝে মাঝে পাঁচতারা হোটেলে ডিনার!
যদি চাও যেতে বিদেশে ভ্রমণ---
সাথে 'ভ্রমণসঙ্গিনী' অথবা পরিজন!!
রোগী হয় 'গিনিপিগ' ক্ষতি কি!
দেশেতে রোগীর অভাব আছে কি!
কতিপয় ডাক্তারের লালসার ফল--
'ভগবান' বিশ্বাসে আজ ধরেছে ফাটল!!
ওষুধের নাম শুধু লিখে দেবে ডাক্তারে।
কমিশন্ আছে, আর উপহার!
মাঝে মাঝে পাঁচতারা হোটেলে ডিনার!
যদি চাও যেতে বিদেশে ভ্রমণ---
সাথে 'ভ্রমণসঙ্গিনী' অথবা পরিজন!!
রোগী হয় 'গিনিপিগ' ক্ষতি কি!
দেশেতে রোগীর অভাব আছে কি!
কতিপয় ডাক্তারের লালসার ফল--
'ভগবান' বিশ্বাসে আজ ধরেছে ফাটল!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন