বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৫

লোভের বলি ~ রীনা রায়

কোম্পানির প্রতিনিধি আসে চেম্বারে,
ওষুধের নাম শুধু লিখে দেবে ডাক্তারে।
কমিশন্ আছে, আর উপহার!
মাঝে মাঝে পাঁচতারা হোটেলে ডিনার!
যদি চাও যেতে বিদেশে ভ্রমণ---
সাথে 'ভ্রমণসঙ্গিনী' অথবা পরিজন!!
রোগী হয় 'গিনিপিগ' ক্ষতি কি!
দেশেতে রোগীর অভাব আছে কি!
কতিপয় ডাক্তারের লালসার ফল--
'ভগবান' বিশ্বাসে আজ ধরেছে ফাটল!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...