চাহনেওয়ালার নিশ্ছিদ্র টহলদারি পালিয়ে,
বেড়ে উঠেছে পাহাড়ী ফুল।
ভাঁজে ভাঁজে তার ছলাৎ ছলাৎ যৌবন
পিছলে পড়া রোদ্দুরে পিঠ দিয়েছে।
বাঁকানো হংসী গ্র্রীবা তির্যকছাঁদে বাঁধা,
উঠতি হাওয়ার বুকে কী বিষম কামান দাগাচ্ছে!
আলসে পড়া শ্যাওলা আলোয় তখনও কাটাকুটি হিসেব চলছে
সর পড়া আকাশ না বদনসিব জমিন,
কার পাণি গ্র্রহন করা যায়?
বেড়ে উঠেছে পাহাড়ী ফুল।
ভাঁজে ভাঁজে তার ছলাৎ ছলাৎ যৌবন
পিছলে পড়া রোদ্দুরে পিঠ দিয়েছে।
বাঁকানো হংসী গ্র্রীবা তির্যকছাঁদে বাঁধা,
উঠতি হাওয়ার বুকে কী বিষম কামান দাগাচ্ছে!
আলসে পড়া শ্যাওলা আলোয় তখনও কাটাকুটি হিসেব চলছে
সর পড়া আকাশ না বদনসিব জমিন,
কার পাণি গ্র্রহন করা যায়?
ভালো হয়েছে। :)
উত্তরমুছুন