শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

ফুলপাহাড়ী ~ ইন্দ্রানী ভট্টাচার্য

চাহনেওয়ালার নিশ্ছিদ্র টহলদারি পালিয়ে,
বেড়ে উঠেছে পাহাড়ী ফুল।
ভাঁজে ভাঁজে তার ছলাৎ ছলাৎ যৌবন
পিছলে পড়া রোদ্দুরে পিঠ দিয়েছে।
বাঁকানো হংসী গ্র্রীবা তির্যকছাঁদে বাঁধা,
উঠতি হাওয়ার বুকে কী বিষম কামান দাগাচ্ছে!
আলসে পড়া শ্যাওলা আলোয় তখনও কাটাকুটি হিসেব চলছে
সর পড়া আকাশ না বদনসিব জমিন,
কার পাণি গ্র্রহন করা যায়?

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...