বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫

বেজন্মা কবিতারা ~ নীল মলয়

তোর কথা মতো সকাল এলো
উত্তপ্ত রোদের আবেগে
সূৰ্য্য জানান দিল
অন্ধকার অবসানের.
কথকতার মতো
আঙুল জরানো বাসি স্পৰ্শ;
আর ঘুমঘোরে
সুরার চেয়েও গভীর স্বপ্ন.....
শরীর আবিস্কারের নেশায়
আদিম বশীকরন;
এখনও রোদ আঁকি দুপুরের ঘাসে
অনন্ত আবগাহন শেষে.
কত সন্ধ্যার মন্থনে
তোর গন্ধে ভেজে মেঘ,
আগুন পরবাসে তোর চিঠি
ওরনা বোনে নিস্তব্ধ উপহার.
চুম্বন অস্পৃশ
তবুও চিহ্ন ছুঁয়েছে কপাল
কোমড় বেয়ে নেমে আশা নদী
ডুবে দেখি আজও অতল
সহস্ৰ যোজন পারাপারে
শেষ নিঃশ্বাস তোর নাভিতে.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...