বুধবার, ১২ আগস্ট, ২০১৫

ম্যাজিক ~পিয়ালী বসু

আমি ম্যাজিক জানিনা 
ভেবেছিলাম তোমায় জানি 
কিন্তু 
সেও আজ বিরাট এক ভুল বলে প্রমাণিত
আকস্মিক হত্যা বলে কিছুই হয়না
এ সবই আসলে
সরে যাওয়ার বাহানা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...