মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

উইল ~ পিয়ালী বসু


মৃত্যুর প্রাক্কালে উইল করে যাবো
আমার যাবতীয় নামহীন প্রেম , কুৎসা , অবৈধ সম্পত্তি
সব... সবই
দিয়ে যাব তাকে
এক্ মাত্র তাকেই
আমার খোঁজ করে বাড়ি থেকে যখন চিঠি আসবে
আমার সমস্ত বদভ্যাস 'নিঃশেষে হজম করে
সে শুধু এটুকুই জানাবে ,...
"মফস্বল এর নাম না জানা শহরগামী
কোন এক ট্রেনে চড়ে সে ভুল স্টেশনে নেমে গেছে" !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...