শনিবার, ১৪ মার্চ, ২০১৫

ভালবাসার কাঁঙাল - মিন্টু উপাধ্যায়

জীবনের বেলাভুমিতে দাঁড়িয়ে আমি
তাকিয়ে থাকি ঐ দুর গগণে
পূর্নিমার ঐ আকাশে উঠেছে চন্দ্র
কেন ওঠেনা এ জীবনে ।
হাহাকার করে ওঠে এ জীবন 
সোয়েছে সে অনেক....জ্বালা
কত দিন, আর কত কাল
জানিনা আমি, সইবে সে আর কত জ্বালা ।
হঠাৎই যদি যাই চলে
সেই অদ্ভুত দেশ, মরনের ওপারে
সেথা গিয়েও আমাকে
ফিরে আসতে হবে বারে বারে ।
যদি পাই ডাক আবারও
ছুটে আসব আমি তারই বুকে
ভালবাসার কাঁঙাল আমি
বলতে পারিনা একথা এ পোড়া মুখে ।




সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...